Madhyamik History Suggestion 2023

Madhyamik History Suggestion 2023 PDF Free Download, মাধ্যমিক ইতিহাস বড় প্রশ্ন উত্তর 2023, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 Mcq, মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর Pdf 2023, মাধ্যমিক সাজেশন 2023 Pdf, মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 Pdf, ইতিহাস সাজেশন 2023 উচ্চমাধ্যমিক, মাধ্যমিক ইতিহাস Mcq, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022 Pdf.

Madhyamik History Suggestion 2023 PDF Free Download

মাধ্যমিক ইতিহাস 2023-এর প্রস্তাব: প্রিয় শিক্ষার্থীরা, মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 PDF এখন উপলব্ধ।

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 আজ এই পোস্টে প্রকাশিত হয়েছে। এই সুপারিশটি 2023 সালের মাধ্যমিক বিদ্যালয়ের ইতিহাস পাঠ্যক্রম অনুসারে উপস্থাপন করা হয়েছে।

টিম এক্সাম বাংলার সম্পাদকীয় কর্মীরা এই ইতিহাস সাজেশন 2023 পিডিএফ তৈরি করেছেন।

এই ইতিহাস সাজেশনটি 2023 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই উপকারী হবে। প্রতিটি ইউনিটের নিজস্ব প্রশ্ন রয়েছে। মাধ্যমিক পরীক্ষার মার্ক-বিভাজন অনুসারে এই মাধ্যমিক ইতিহাস সাজেশন পিডিএফ-এ সাজেশন প্রশ্ন সাজানো হয়েছে।

অনধিক তিনটি বাক্যে উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ২)

১) কে ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ করেন এবং কার নামে এটি প্রকাশিত হয়?
২) আধুনিক ইতিহাসচর্চায় পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?
৩) ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পূর্বে ভারতের শিক্ষা ব্যবস্থা কিরূপ ছিল?
৪) ‘চুঁইয়ে পড়া নীতি’ কী?
৫) মেকলে মিনিট-এ কী বলা হয়?
৬) বাংলায় পশ্চাত্য শিক্ষার প্রসারে ডেভিড হেয়ারের ভূমিকা কী ছিল?
৭) নারীসমাজের ইতিহাসচর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য দুটি গ্রন্থের নাম লেখ।
৮) ব্রিটিশ সরকার কেন ১৮৯৮ খ্রিস্টাব্দে ‘সোমপ্রকাশ’ সাময়িকপত্রের প্রকাশ বন্ধ করে দেয়?
৯) ব্রহ্মসমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
১০) ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার অন্যতম উদ্দেশ্য কী ছিল?
১১) আঠারো শতককে কেন ‘অন্ধকার যুগ’ বলা হয়?
১২) বিধবাবিবাহ আইন প্রবর্তনের ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা লেখো।
১৩) শিক্ষাক্ষেত্রে ১৮১৩ খ্রিঃ সনদ আইনের গুরুত্ব কী ছিল?
১৪) স্মৃতিকথা অথবা আত্মজীবনী কে কিভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদানরূপে ব্যবহার করা হয়?
১৫) রামমোহন রায় ও ইয়ং বেঙ্গল দলের সমাজসংস্কার আন্দোলনের লক্ষ্যের মধ্যে পার্থক্য কোথায়?
১৬) কোল বিদ্রোহের প্রধান কারণ গুলি কী ছিল?
১৭) ইলবার্ট বিল কী?
১৮) বিপ্লব বলতে কী বোঝায়?
১৯) ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?
২০) ঔপনিবেশিক ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহ গুলির প্রধান কারণ কী ছিল?
২১) মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল?
২২) বালাকোটের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধে পরিণতি কি হয়েছিল?
২৩) পাশ্চাত্য শিক্ষা দুটি সুফল বর্ণনা করো।
২৪) মহারানী ঘোষণাপত্রের দুটি উল্লেখযোগ্য ঘোষণার উল্লেখ করো।
২৫) কেনা রাম ও বেচারাম বলতে কী বোঝো?
২৬) ১৮৫৭ খ্রিঃ সিপাহী বিদ্রোহেরপ্রত্যক্ষ কারণ কি ছিল?
২৭) বিদ্যাসাগর ‘নারীশিক্ষা ভান্ডার’ গঠন করেছিলেন কেন?
২৮) কে, কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? এই বিদ্যালয়ে কোন কোন বিষয় পড়ানো হয়?
২৯) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ কেন সংঘটিত হয়? এই বিদ্রোহের একজন নেত্রীর নাম লেখো?
৩০) কে, কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন?

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 pdf

৩১) জাতীয় সম্মেলন (১৮৮৩ খ্রিঃ) কী?
৩২) ইলবার্ট বিল বিরোধী আন্দোলন বা ‘শ্বেত বিপ্লব’ কী?
৩৩) ভাগনাডিহির মাঠ স্মরণীয় কেন?
৩৪) ভারতে জাতীয়তাবাদ বিকাশে ‘গোরা’ উপন্যাসের অবদান লেখো।
৩৫) প্রথম কে, কবে, কোথায় আধুনিক মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা করেন?
৩৬) জাতীয় শিক্ষা বলতে কী বোঝো?
৩৭) ভারত সভা প্রতিষ্ঠার প্রধান দুটি উদ্দেশ্য লেখো।
৩৮) ঊনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভাসমিতির যুগ বলা হয় কেন?
৩৯) উইলিয়াম কেরি কে ছিলেন?
৪০) বিদ্রোহের প্রধান দুটি বৈশিষ্ট্য কী?
৪১) ঊনিশ শতকের জাতীয়তাবোধ জাগরণে সাহিত্য ও চিত্রশিল্পের ভূমিকার দুটি বৈশিষ্ট্য লেখো।
৪২) ভারতের কমিউনিস্ট পার্টিকে ‘দ্বিজ’ বলা হয় কেন?
৪৩) মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল?
৪৪) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস-কে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়?
৪৫) বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে বাংলার শ্রমিক-মজুরদের অংশগ্রহণের দুটি উদাহরণ দাও?
৪৬) চৌরিচৌরার ঘটনাটি কী?
৪৭) ভারতছাড়ো আন্দোলনের সময় কোন কোন স্থানে ব্যাপক শ্রমিক ধর্মঘট হয়?
৪৮) কবে, কোন ঘটনার ফলে গান্ধীজী অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?
৪৯) কাদের নিয়ে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়?
৫০) মহাত্মা গান্ধীর নেতৃত্বে এবং জাতীয় কংগ্রেসের পরিচালনায় গুরুত্বপূর্ণ আন্দোলন গুলি কি ছিল?
৫১) আজাদ হিন্দ সেনাদের বিচারকে কেন্দ্র করে কলকাতায় কিরূপ ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল?
৫২) মোপলা বিদ্রোহ কী?
৫৩) ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার কৃষক বিদ্রোহ কীরূপ ছিল?
৫৪) জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনের গুরুত্ব কী?
৫৫) বুড়িবালামের যুদ্ধ সম্পর্কে কি জান?
৫৬) তেলেঙ্গানা বিদ্রোহ কেন বিখ্যাত?
৫৭) পট্টি শ্রীরামুলু কে ছিলেন?
৫৮) কে, কবে ‘দ্বি-ভাষা নীতি’ গ্রহণ করেন?
৫৯) অলিন্দ যুদ্ধ কী?
৬০) কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন? অথবা, কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়?
৬১) ১৯৪৬ খ্রিঃ পরবর্তী সময়ে দেশীয় রাজাগুলিকে নিয়ে যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা কি ছিল?
৬২) সম্প্রদায়িক বাটোয়ারা নীতিতে কী বলা হয়েছে?
৬৩) ‘ভারতের স্বাধীনতা আইন’ কবে পাস হয়? এই আইনের দুটি ধারা উল্লেখ করো।
৬৪) কলকাতায় কাদের নেতৃত্বে ‘প্রত্যক্ষ সংগ্রাম’ সংঘটিত হয়?
৬৫) ‘আন্টি সার্কুলার সোসাইটি’ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?
৬৬) ‘সরকারি ভাষা আইন’-এর দুটি উল্লেখযোগ্য ধারা উল্লেখ করো।
৬৭) স্বাধীন ভারতবর্ষের সরকারের দেশীয় রাজ্যগুলি সম্পর্কে নীতি কি ছিল?
৬৮) দিল্লি চুক্তি কী?

Madhyamik History Suggestion 2023

অনধিক সাত-আটটি বাক্যে উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ৪)

১) আধুনিক ভারতের ইতিহাসচর্চার প্রধান উপাদান গুলি কী?
২) ইতিহাসের উপাদানরূপে ‘বঙ্গদর্শন’ এবং ‘সোমপ্রকাশ’ পত্রিকা দুটির মূল্যায়ন করো।
৩) উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো।
৪) ভারতে ইংরেজি শিক্ষার প্রসারে বিদেশীদের ব্যক্তিগত ও খ্রিস্টান মিশনারীদের উদ্যোগের উল্লেখ করো।
৫) উডের ডেসপ্যাচ (১৮৪৫ খ্রিঃ) সম্পর্কে কী জানো?
৬) বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে ডিরোজিও-র নেতৃত্বাধীন ‘নব্যবঙ্গ গোষ্ঠী’ বা ‘ইয়ং বেঙ্গল গোষ্ঠ’র কার্যাবলি মূল্যায়ন করো।
৭) আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
৮) সাঁওতাল বিদ্রোহের কারন কী ছিল?
৯) বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
১০) উনিশ শতকে ভারতীয় জাতীয়তাবোধের বিকাশের ক্ষেত্রে কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
১১) বাংলায় ওয়াহাবি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো।
১২) বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের মধ্যে তুলনামূলক আলোচনা করো।
১৩) রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনায় প্রকৃতি ও পরিবেশের কী ভূমিকা ছিল?
১৪) মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী?
১৫) বাংলায় গণশিক্ষার প্রসারের ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের ছাপাখানার কী ভূমিকা ছিল?
১৬) টিকা লেখোঃ মিরাট ষড়যন্ত্র মামলা।
১৭) ভারতছাড়ো আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও?
১৮) জাতীয় শিক্ষা পরিষদ -এর উদ্যোগ এবং জাতীয় শিক্ষার প্রসার কেন ব্যর্থ হয়?
১৯) আইন অমান্য আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
২০) টীকা লেখঃ কিষান সভা।
২১) বিপ্লবী আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর ভূমিকা কী ছিল?
২২) বাংলার বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদান সম্পর্কে আলোচনা করো।
২৩) বঙ্গভঙ্গ আন্দোলনে বাংলার নারী সমাজ কিরূপ অংশগ্রহণ করেছিল?
২৪) বিপ্লবী আন্দোলনে ক্ষুদিরামের অবদান কি ছিল?
২৫) কিষানসভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল?
২৬) টীকা লেখোঃ লাহোর ষড়যন্ত্র মামলা।
২৭) নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো।
২৮) সূর্যসেন ইতিহাসে স্মরণীয় কেন?

মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩

অনধিক পনেরটি বাক্যে উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ৮)

১) উনিশ শতকে ‘বাংলার নবজাগরণ’ বলতে কী বোঝো? এই নবজাগরণের চরিত্র বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো।
২) রংপুর বিদ্রোহের কারণ, বিস্তার ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো।
৩) উনিশ শতকে নারীশিক্ষা বিস্তারে ড্রিংকওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন?
৪) উনিশ শতকে বাংলা তথা ভারতে সমাজ ও ধর্ম সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো।
৫) স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ বা নব্য বেদান্ত ব্যাখ্যা করো।
৬) নীলবিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
৭) ব্রিটিশ শাসনকালে ভারতের সংঘটিত বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহের প্রধান কারণ গুলি কী ছিল?
৮) বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও।
৯) বিশ শতকে ভারতের শ্রমিক আন্দোলনের অগ্রগতির বিবরণ দাও।
১০) স্বাধীনতা লাভের পর দেশীয় রাজ্যগুলির সম্পর্কে ভারত কিরূপ নীতি বা উদ্যোগ গ্রহণ করে?
১১) বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও‌।
১২) দেশভাগ পরবর্তী সময়ে ভারতের উদ্বাস্তু সমস্যার ক্ষেত্রে দুই ধরনের নীতি ছিল কেন?
১৩) দলিত আন্দোলনের কারণ কী ছিল?
১৪) হায়দ্রাবাদের ভারতভুক্তি সম্পর্কে আলোচনা করো।

১৫) মানচিত্রঃ
১. সন্ন্যাসী-ফরি বিদ্রোহের এলাকা।
২. ১৮৫৭-র বিদ্রোহের কেন্দ্র— (এলাহাবাদ, মিরাট, পাটনা, জব্বলপুর)।
৩. অসহযোগ আন্দোলনের কেন্দ্র—কলকাতা, বোম্বে, কানপুর।

  • প্রশ্নঃ  কত সালে ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়

উত্তরঃ  1865 সালে।

  • প্রশ্নঃ  ধরতি আবা বলে কে নিজেকে ঘোষণা করেছিল

উত্তরঃ  বীরসা নিজেকে ঘোষণা করেছিল।

  • প্রশ্নঃ  কোন গ্রামে নীল বিদ্রোহের সূচনা হয়?

উত্তরঃ  চৌগাছা গ্রামে।

  • প্রশ্নঃ  কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন

উত্তরঃ  কোল বিদ্রোহে।

  • প্রশ্নঃ  কোন বিদ্রোহ উলগুলান নামে পরিচিত

উত্তরঃ মুন্ডা বিদ্রোহ উলগুলান নামে পরিচিত।

  • প্রশ্নঃ  সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল

উত্তরঃ  1855 খ্রিস্টাব্দে।

  • প্রশ্নঃ  রফিক মন্ডল কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন

উত্তরঃ  নীল বিদ্রোহে।

  • প্রশ্নঃ  বুধু জগত  জোয়া জগত কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল

উত্তরঃ  কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল।

  • প্রশ্নঃ  কোন বিদ্রোহ হুল নামে পরিচিত ছিল

উত্তরঃ  সাঁওতাল বিদ্রোহ।

  • প্রশ্নঃ  ফরাজি আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল

উত্তরঃ  ইসলাম ধর্মের সংস্কার সাধন।

  • প্রশ্নঃ  আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র কোন বিদ্রোহের উল্লেখ করেছিলেন

উত্তরঃ  সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ।

  • প্রশ্নঃ  কত সালে নীল কমিশন গঠিত হয়

উত্তরঃ  1860 সালে।

  • প্রশ্নঃ  লাল প্রজাতন্ত্রী কাদের বলা হত

উত্তরঃ  ফরাজিদের বলা হত।

  • প্রশ্নঃ  ফরাজী শব্দের অর্থ কি?

উত্তরঃ  ইসলামের বাধ্যতামূলক নির্দিষ্ট কর্তব্য।

  • প্রশ্নঃ  দিকু কাদের বলা হত

উত্তরঃ  বহিরাগত মহাজন ও জমিদারদের বলা হত।

  • প্রশ্নঃ  কত সালে ব্রিটিশ সরকার বন বিভাগ গঠন করে

উত্তরঃ  1864 সালে।

  • প্রশ্নঃ  বাংলায় ওয়াহাবি আন্দোলন কে নেতৃত্ব দিয়েছিলেন

উত্তরঃ  মীর নিসার আলী।

  • প্রশ্নঃ  ওয়াহাবী শব্দের অর্থ কি

উত্তরঃ  নবজাগরণ।

  • প্রশ্নঃ  কবে কৃত্রিম নীল আবিষ্কার হয়

উত্তরঃ  1898 সালে।

  • প্রশ্নঃ  নীল বিদ্রোহের সময় বড়লাট কে ছিলেন

উত্তরঃ  লর্ড ডালহৌসি।

  • প্রশ্নঃ  সন্ন্যাসী  ফকির বিদ্রোহের নামকরণ কে করেছিলেন

উত্তরঃ  লর্ড ওয়ারেন হেস্টিংস।

  • প্রশ্নঃ  দার উল হারব কথার মানে কি

উত্তরঃ  শত্রুরদেশ।

  • প্রশ্নঃ  সৈয়দ আহমেদের মৃত্যু কোন যুদ্ধ হয়েছিল

উত্তরঃ  বালাকোটের যুদ্ধ।

  • প্রশ্নঃ  ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন বা নাম কি

উত্তরঃ  হাজী শরীয়ত উল্লাহ।

  • প্রশ্নঃ  কালো প্রামানিক কোন বিদ্রোহের নেতা ছিলেন

উত্তরঃ  সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন।

  • প্রশ্নঃ  সাঁওতাল দের কাছে শাল গাছের ডাল কিসের প্রতীক ছিল

উত্তরঃ  সংঘবদ্ধতা ও সংগ্রামের প্রতীক ছিল।

  • প্রশ্নঃ  খুৎকাঠি প্রথা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন

উত্তরঃ  মুন্ডা বিদ্রোহের সঙ্গে।

  • প্রশ্নঃ  মুন্ডা কথার অর্থ বা মানে কি?

উত্তরঃ  মোড়ল।

  • প্রশ্নঃ  বিশে ডাকাত নামে কে পরিচিত ছিলেন

উত্তরঃ  বিশ্বনাথ সর্দার।

Madhyamik History Suggestion 2023

  • প্রশ্ন মান 2
  • প্রশ্ন বিপ্লব বলতে কি বুঝ

উত্তরঃ  বিপ্লব শব্দের ইংরেজি প্রতিশব্দ revolution. বিপ্লব বলতে বোঝায় কোন দেশের পুরাতন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন চিন্তা ধারণা মাধ্যমে আমূল পরিবর্তন। বিপ্লব সংগঠনকারি বা বিপ্লবের অংশগ্রহণকারী বা বিপ্লবে সর্মথকরা বিপ্লবী নামে পরিচিত হয়। সাধারণত কোন দেশে বা সমাজে বা বিশেষ এলাকা জুড়ে শাসকগোষ্ঠীর অন্যায় অত্যাচার সাধারণ মানুষ সহ্য করতে না পেরে দেশের শাসক গোষ্ঠী বা সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদী আন্দোলন একত্রিত হয় তাই বিপ্লব।

  • প্রশ্ন দাদন প্রথা বলতে কী বোঝো

উত্তরঃ  দাদন প্রথা সাধারণত চাষীদের মধ্যে প্রচলন বা চালু ছিল। এই প্রথার মাধ্যমে চাষিরা মহাজন বা সাহেবদের কাছ থেকে চাষের আগে অগ্রিম টাকা নিত। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ভারতবর্ষের নীল চাষীরা নীলকর সাহেবদের কাছ থেকে দাদন নিতে বাধ্য হত। নীলকর সাহেবরা জোরপূর্বক নীলচাষীদের দাদন দিলে তা পরিশোধ করা চাষীদের পক্ষে সম্ভব হতো না। চাষিরা এই দাদন না নিলে নীলকর সাহেবরা চাষীদের গরু বাছুর নীলকুঠিতে আটকে রাখত। নীল সাহেবদের এই দাদন প্রথা চালু হলে সাধারণমানুষ কৃষক সম্প্রদায় সর্বস্বান্ত হয়। সর্বোপরি নীলকর সাহেবদের অন্যায় অত্যাচার ক্রমশ বাড়তে থাকলে পরবর্তীতে চাষিরা সহ্য করতে না পেরে প্রতিবাদ বা বিদ্রোহে সামিল হয়।

  • প্রশ্ন নীল কমিশন কেন এবং কবে গঠিত হয়?

উত্তরঃ  নীলকর চাষীরা নীলকর সাহেবদের অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে নীল বিদ্রোহে শামিল হয় এবং এই বিদ্রোহের ফলস্বরূপ 1860 খ্রিস্টাব্দে 31 শে মার্চ নীল কমিশন গঠিত হয়। নীলকর সাহেবদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ নীল কমিশন স্বীকার করে নিয়েছিল যদিও এই কমিশন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকারি কর্মচারীদের দ্বারা গঠিত হয়। নীল কমিশনের উদ্দেশ্য ছিল বা লক্ষ্য ছিল নীলচষীদের অভিযোগ ও বিক্ষোভ সম্পর্কে তদন্ত করা।

  • প্রশ্ন বিদ্রোহ  বিপ্লবের মধ্যে পার্থক্য লেখ

উত্তরঃ

  1. বিদ্রোহ বলতে বোঝায় কোন নির্দিষ্ট অঞ্চলে কোন নির্দিষ্ট ব্যবস্থার বিরুদ্ধে বিরোধিতা করা বা প্রতিবাদ জানানো।

অন্যদিকে বিপ্লব বলতে বোঝায় কোন দেশের প্রচলিত ব্যবস্থা বা প্রচলিত অবস্থার দ্রুতগতিতে পরিবর্তন ঘটানো।

  1. বিদ্রোহের স্থায়িত্বকাল ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী হতে পারে।

অন্যদিকে বিপ্লবের স্থায়িত্বকাল দীর্ঘস্থায়ী হয়ে থাকে।

  1. বিদ্রোহ যেমন সাঁওতাল বিদ্রোহ রংপুর বিদ্রোহ নীল বিদ্রোহ।

অন্যদিকে বিপ্লব যেমন ইংল্যান্ডের শিল্প বিপ্লব ফরাসি বিপ্লব

বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য যতই থাক না কেন এই দুটি কোন অঞ্চলে বা দেশে সংঘটিত হলে সেই দেশের শাসকগোষ্ঠীর কার্যকলাপ বা সরকারের কোনো নীতির ফলস্বরূপ সাধারণ মানুষের যখন স্বার্থের আঘাত হানে তখনই বিপ্লব ও বিদ্রোহের সূচনা হতে পারে।

  • প্রশ্ন ফরাজি আন্দোলন কেন হয়েছিল?

উত্তরঃ  ভারতবর্ষের অনেক মুসলিম ছিল হিন্দু ধর্ম থেকে আগত। অনেক হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করলে তারা ইসলামের বা ইসলাম ধর্মের অনেক নিয়ম রীতি সঠিকভাবে জানতো না। হাজী শরীয়ত উল্লাহ মক্কায় থেকে বুঝতে পারে ভারত বর্ষ ইসলামের দেশ হতে পারে না। কারণ ভারতবর্ষের মুসলিম ইসলামের সঠিক নিয়ম বা ধর্ম নিয়ম পালন করতে সক্ষম ছিল না। ইসলাম ধর্মের এই কুসংস্কার দেখে হাজী শরীয়ত উল্লাহ ভারত বর্ষ এসে ফরাজি আন্দোলনের সূচনা করে। যা ভারতের ইতিহাসে এক বিশেষ আন্দোলন হিসেবে গণ্য হয়। পরবর্তীতে এই আন্দোলন ধর্মীয় আন্দোলন না হয়ে কৃষক আন্দোলন ও গরিব দুঃখীদের ইংলিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়ে উঠে।

ফরাজি আন্দোলনের শরীয়ত উল্লাহ অবদানঃ 

হাজী শরীয়ত উল্লাহ মুসলিমদের সামাজিক অর্থনৈতিক ও শিক্ষা ক্ষেত্রে বিশেষভাবে পিছিয়ে থাকার জন্য ভারতবর্ষে এসে মুসলিমদের পাশে দাঁড়ায়। মুসলিমদের দুর্দশা দেখে হাজী মুসলিমদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যেতে থাকে।

  • প্রশ্ন বিদ্রোহ বলতে কি বুঝ?

উত্তরঃ  বিদ্রোহ বলতে বোঝায় কোন অঞ্চলের বা নির্দিষ্ট কোন এলাকার কোন অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ বা বিক্ষোভ জানানোকে বিদ্রোহ বলা হয়। এই বিদ্রোহ বা প্রতিবাদ জানানো কিছুদিনের জন্য বা দীর্ঘ দিনের জন্য সময়কাল স্থায়িত্ব থাকতে পারে। সাধারণত এলাকার বা কোন অঞ্চলের বা কোন দেশের শাসক দল বা সরকারের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বা কোন নীতির প্রতিবাদ জানানোর জন্য সাধারণ মানুষ বা সমাজের কোন শ্রেণীর মানুষ এই প্রতিবাদ বা বিদ্রোহ করে থাকে। এই বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত নেতা বা পরিচালক বিদ্রোহী নামে পরিচিত হয়। যেমন কাজী নজরুল ইসলাম ইংরেজ সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তার লেখনীতে প্রতিবাদ জানিয়ে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়।

  • প্রশ্ন অরণ্য আইন বলতে কি বুঝ  অথবা ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাস করেছিল অথবা কী উদ্দেশ্যে ব্রিটিশ সরকার অরণ্য আইন পাস করেছিল

উত্তরঃ  1865 খ্রিস্টাব্দে 1878 খ্রিস্টাব্দে 1927 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকার ভারতে অরণ্য আইন পাস করেছিল।

ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্বাধীনভাবে বা পুরোপুরি ভাবে ক্ষমতা অর্জনের পর ভারতের অরণ্য সম্পদকে নিজের অধিকারের আয়ত্তে আনার জন্য যে আইন প্রণয়ন করেছিল তা অরণ্য আইন নামে পরিচিত। এই অরণ্য আইনের মাধ্যমে আদিবাসীদের অরণ্য সম্পদ এর থেকে ক্ষমতা কেড়ে নিয়ে নিজের অধিকার নিয়ে আসে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

অরণ্য আইন চালুর কারণঃ 

ভারতবর্ষে ব্রিটিশ সরকার অরণ্য আইন চালু করার কিছু কারণ ছিল। যেমন

  1.   অষ্টাদশ শতকে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা অর্জনের পর বিভিন্ন সরকারি অফিস-আদালত জাহাজ তৈরি রেলপথ তৈরীর জন্য বিভিন্ন আসবাবপত্র নতুন নতুন শহর তৈরীর কাজে প্রচুর কাঠের প্রয়োজন ছিল। এই কাঠের প্রয়োজন মেটানোর জন্যই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অরণ্য আইন চালুর প্রয়োজনীয়তা বোধ করে।
  2.    এছাড়া আদিবাসীদের দ্বারা তৈরি কৃষিজমি রাজস্ব আদায়ের উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অরণ্য আইন চালু করে বা চালুর প্রয়োজনীয়তা অনুভব করে। তবে এর দ্বারা ভারতবর্ষের আদিবাসী সম্প্রদায় অরণ্য সম্পদ এর উপর নিজেদের অধিকার হারিয়ে ফেলে।

অরণ্য আইন পাস করার উদ্দেশ্যঃ

ভারতীয় অরণ্য সম্পদের উপর সরকার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকার প্রতিষ্ঠা করাই ছিল এই আইনের মুখ্য উদ্দেশ্য। অবশ্য এতে ভারতের আদিবাসী সম্প্রদায় চিরাচরিত অরণ্য সম্পদের উপর অধিকার হারিয়ে ফেলে।

  • প্রশ্ন পাইক বিদ্রোহ বলতে কি বুঝ

উত্তরঃ  বাঁকুড়া বীরভূম ও ধলভূমের স্থানীয় জমিদারদের কিছু বিশ্বস্ত আধাসামরিক বাহিনী। স্থানীয় জমিদাররা এই আধাসামরিক বাহিনী দের বেতনের পরিবর্তে নিষ্কর জমি দিত। এই জমি পাইক জমি নামে পরিচিত হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় আসার পর পাকদের এই নিষ্কর জমি সুবিধা কেড়ে নেয়। এছাড়া এই নিষ্কর জমি উপর উচ্চহারে রাজস্ব চালু করে এবং তাদের কাছ থেকে এই জমি কেড়ে নিলে পাইকরা বিদ্রোহে শামিল হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে স্থানীয় জমিদারদের বিশ্বস্ত আধাসামরিক বাহিনী বিক্ষোভে ফেটে পড়ে এবং তারা নিজের অস্তিত্ব রক্ষার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে যা পাইক বিদ্রোহ নামে ইতিহাসে আজও স্মরণীয় হয়ে আছে।

  • প্রশ্ন দুর্জন সিংহ কে ছিলেন?

উত্তরঃ  বাঁকুড়া বীরভূম ও ধলভূমের বৃহৎ এলাকাজুড়ে যে চুয়াড় বিদ্রোহের সূচনা হয়েছিল তার সুযোগ্য নেতা ছিলেন দুর্জন সিংহ। তার নেতৃত্বে বাঁকুড়া বীরভূম ও ধলভূমের প্রায় 100 টি গ্রাম একত্রিত হয়ে ইংরেজ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহে ঝাঁপিয়ে পড়ে। দুর্জন সিংহের নেতৃত্বে চুয়াড় বিদ্রোহ পরবর্তীতে বৃহৎ কৃষক বিদ্রোহের পরিণত হয়। ভারত বর্ষ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিতারিত করার উদ্দেশ্যেই দুর্জন সিংহ বৃহৎ এলাকাজুড়ে সাধারণ মানুষ কৃষক সম্প্রদায় একত্রিত করে তাদের ক্ষমতার প্রকাশ ঘটায়। তার নেতৃত্বে এই বিদ্রোহ সংঘটিত হলে ব্রিটিশ সরকার প্রশাসনিকভাবে ভেঙে পড়ে। পরবর্তীতে ব্রিটিশ সরকার দুর্জন সিংহ কে গ্রেপ্তার করলেও উপযুক্ত প্রমাণ অথবা সাক্ষীর অভাবে বেকুশুর মুক্তি দেয়। ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ঘটে যাওয়া বিদ্রোহ গুলির মধ্যে চুয়াড় বিদ্রোহ ছিল অন্যতম যা পরবর্তীতে কৃষকরা তাদের উপর শাসন-শোষণের প্রতিবাদ হিসেবে বিদ্রোহে শামিল হয়।

  • প্রশ্ন মান 4 (মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়

1 নীল বিদ্রোহ সফল হওয়ার কারণ আলোচনা করুন অথবা নীল বিদ্রোহ সফল হওয়ার কি কারন মনে হয় তোমার?

2 সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখ?

3 1899-1900 খ্রিস্টাব্দে মুন্ডা উপজাতি রা কেন বিদ্রোহের পথে অগ্রসর হয়েছিল?

4 বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লবের ধারণা স্পষ্ট কর?

5 ওয়াহাবি আন্দোলন কে পরিচালনা করার ক্ষেত্রে তিতুমীর কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল?

6 সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ আলোচনা করো?

7 চুয়াড় বিদ্রোহ সংঘটিত হওয়ার কারণ আলোচনা করো?

  • প্রশ্ন মান 8 (মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়)

1 সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো?

2 নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো?

3 কোল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো?

4 ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্ব ব্যাখ্যা করো?

5 ব্রিটিশ শাসনকালে ভারতে বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহ সংঘটিত হওয়ার কারণ কি ছিল?

6 ওয়াহাবি আন্দোলনের বা বিদ্রোহের কারণ ও প্রসার সম্পর্কে আলোচনা করো?

PDF Information :



  • PDF Name:   Madhyamik-History-Suggestion-2023
    File Size :   ERROR
    PDF View :   0 Total
    Downloads :  Free Downloads
     Details :  Free Download Madhyamik-History-Suggestion-2023 to Personalize Your Phone.
     File Info:  This Page  PDF Free Download, View, Read Online And Download / Print This File File 
Love0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *