জীবনানন্দ দাশ প্রবন্ধ রচনা

জীবনানন্দ দাশ প্রবন্ধ রচনা PDF Free Download, Jibanananda Das Essay Writing PDF Free Download, কবিতার নাম, প্রবন্ধ গ্রন্থ কোনটি, রচনাবলী, কবি কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো, কোন ধরনের কবি, জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ কয়টি.

জীবনানন্দ দাশ প্রবন্ধ রচনা PDF Free Download

ভূমিকা

রবীন্দ্রোত্তর বাংলা কবিতার ধারায় সবচেয়ে উল্লেখযোগ্য কবির নাম জীবনানন্দ দাশ। রবীন্দ্রনাথের পরে তাঁর কবিতায় যে-নতুন কাব্যভাষার সাক্ষাৎ পাওয়া গেল তা অভিনব এবং আধুনিক। তাঁর সমসাময়িক অনেক কবির মতো তিনি প্রত্যক্ষভাবে রবীন্দ্র-বিরোধে অবতীর্ণ হননি, আধুনিক হবার জন্য প্রকাশ্য কোনো ঘোষণার মধ্যেও যাননি তিনি, অথচ তিনি প্রায় নিঃশব্দে বাংলা কবিতার যুগান্তর ঘটিয়ে দিয়েছেন।

জন্ম ও শিক্ষা

১৮৯৯ খ্রিস্টাব্দের ১৭ই ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার বরিশাল শহরে জন্মগ্রহণ করেন জীবনানন্দ। পিতার নাম সত্যানন্দ দাশ, মাতার নাম কুসুমকুমারী দাশ। পিতা সত্যানন্দ ছিলেন শিক্ষক এবং ‘ব্রঘুবাদী’ নামে একটি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। মাতা কুসুমকুমারী ছিলেন কবি। শৈশবে জীবনানন্দের বিদ্যাচর্চার সূত্রপাত হয় বাড়িতে। তিনি বরিশালের ব্রজমোহন বিদ্যালয়ে একেবারে পঞ্চম শ্রেণিতে ভর্তি হয়েছিলেন। এই বিদ্যালয় থেকে তিনি ১৯১৫ খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন, বরিশাল ব্রজমোহন কলেজ থেকে আই. এ. পরীক্ষায় উত্তীর্ণ হন ১৯১৭ খ্রিস্টাব্দে। ১৯১৯ খ্রিস্টাব্দে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি অনার্সসহ বি. এ. এবং ১৯২১ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ. ডিগ্রি লাভ করেন। তিনি আইন পড়াও শুরু করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আর পরীক্ষা দেন।

কর্মজীবন

জীবনানন্দের কর্মজীবন ছিল অস্থিরতা আর অনিশ্চয়তায় জর্জরিত। তাঁর কর্মজীবনের সূচনা কলকাতার সিটি কলেজে। ১৯২২ খ্রিস্টাব্দে তিনি ওই কলেজের ইংরেজি বিভাগে ‘টিউটর’ পদে যোগ দেন। ১৯২৮ খ্রিস্টাব্দে কলেজের আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে আরও কয়েকজনের সঙ্গে জীবনানন্দকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়। সিটি কলেজের চাকরি চলে গেলে তিনি খুলনা বাগেরহাট কলেজে মাস তিনেকের জন্য অধ্যাপনা করেন।

১৯২৯ খ্রিস্টাব্দে তিনি যোগ দেন দিল্লির রামযশ কলেজে। ১৯৩০ খ্রিস্টাব্দে নিজের অবহেলায় তাঁর এই চাকরিটিও চলে যায়। মাঝে বেশ কিছুদিন কর্মহীন থাকার পর ১৯৩৫ খ্রিস্টাব্দে তিনি বরিশালের ব্রজমোহন কলেজে অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৪৭ খ্রিস্টাব্দে তিনি এই চাকরিতে ইস্তফা

দিয়ে সপরিবারে কলকাতায় আসেন। কলকাতায় তিনি ‘স্বরাজ’ ও ‘দ্বন্দ্ব’ নামে দুটি পত্রিকায় কিছুদিন কাজ করেন। ১৯৫০ খ্রিস্টাব্দে খড়গপুর কলেজে অধ্যাপনার কাজে যোগ দেন। ১৯৫২-তে যোগ দেন বরিষা কলেজে। ১৯৫৩ খ্রিস্টাব্দে বরিষা কলেজের চাকরি চলে গেলে ওই বছরেই তিনি যোগ দেন হাওড়া গার্লস কলেজে। আমৃত্যু তিনি হাওড়া গার্লস কলেজে অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন।

কাব্যচর্চা

জীবনানন্দের কাব্যচর্চার সূত্রপাত অল্পবয়স থেকেই। তবে তাঁর প্রথম কবিতা মুদ্রিত হয় ১৩২৬ বঙ্গাব্দে ‘ব্রক্মবাদী’ পত্রিকায়। ১৯২৭ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ঝরাপালক’। এই কাব্যে জীবনানন্দের স্বাতন্ত্র্য তেমন স্পষ্ট নয়। কিন্তু ১৯৩৬ খ্রিস্টাব্দে প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ধূসর পাণ্ডুলিপির কবিতাগুলিতে জীবনানন্দ উপস্থিত হন রবীন্দ্রোওঁর কালের এক বিশিষ্ট কবিরূপে। চিহ্নিত হয় তাঁর স্বাতন্ত্র্য।

‘ধূসর পান্ডুলিপি’র পরে তাঁর যেসব কাব্য প্রকাশিত হয় সেগুলি হল— ‘বনলতা সেন’, ‘মহাপৃথিবী’, ‘সাতটি তারার তিমির’ এবং ‘জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা’। তাঁর মৃত্যুর পরে প্রকাশিত হয়—’রূপসী বাংলা’, ‘বেলা অবেলা কালবেলা’, ‘মনবিহাম’, ‘আলোপৃথিবী’ প্রভৃতি।

অনুভূতির নিবিড়তা, উপলব্ধির প্রগাঢ়তা আর চিত্ররূপময়তায় তাঁর কবিতা এক আশ্চর্য শিল্পলোকে উত্তীর্ণ হয়েছে। তাঁর কবিতায় বস্তুজগতের সঙ্গে সঙ্গে ভাবজগত্ত ইন্দ্রিয়গ্রাহ্য হয়ে ওঠে। বঙ্গভূমির স্নিগ্বশান্ত রূপটি যেমন তিনি অঙ্কন করেছেন, তেমনি ফুটিয়ে তুলেছেন মহাযুদ্ধপরবর্তী নাগরিক জীবনের জটিলতা।

গদ্যচর্চা

জীবনানন্দ কবিতা রচনার পাশাপাশি বহু গল্প-উপন্যাসও রচনা করেছেন। কিন্তু তাঁর জীবৎকালে এগুলি প্রায় লোকচক্ষুর অন্তরালেই থেকে গিয়েছিল। এখন সেগুলি প্রকাশিত হওয়ার ফলে জীবনানন্দ সম্পর্কে নতুন চিন্তাভাবনা শুরু হয়েছে। ‘জলপাইহাটি’, ‘মাল্যবান’,

‘সুতীর্থ’, ‘কারুবাসনা’, ‘জীবনপ্রণালী’ প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য উপন্যাস। তাঁর লেখা ছোটগল্পের সংখ্যাও অনেক। তিনি সাহিত্যবিষয়ক প্রবন্ধ রচনাতেও সিদ্ধহস্ত ছিলেন। ‘কবিতার কথা’ তাঁর একটি উল্লেখযোগ্য প্রবন্ধ সংকলন।

উপসংহার

১৯৫৪ খ্রিস্টাব্দের ১৪ অক্টোবর সন্ধ্যায় রাস্তা পার হতে গিয়ে ট্রাম দুর্ঘটনায় গুরুতররূপে আহত হন। ২২ অক্টোবর তাঁর জীবনাবসান ঘটে। এরকমভাবে হঠাৎ তাঁর জীবনে যবনিকা নেমে না এলে তিনি হয়তো আরও বেশ কিছুদিন সাহিত্যচর্চার সুযোগ পেতেন, বাংলা সাহিত্যজগৎ হয়তো আরও কিছুটা সমৃদ্ধ হত। তবু যেটুকু তিনি দিয়ে গেছেন তার মূল্যও অপরিসীম।

PDF Information :



  • PDF Name:   জীবনানন্দ-দাশ-প্রবন্ধ-রচনা
    File Size :   ERROR
    PDF View :   0 Total
    Downloads :  Free Downloads
     Details :  Free Download জীবনানন্দ-দাশ-প্রবন্ধ-রচনা to Personalize Your Phone.
     File Info:  This Page  PDF Free Download, View, Read Online And Download / Print This File File 
Love0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *