Model Activity Task Class 10 Bengali

Model Activity Task Class 10 Bengali PDF Free Download, Part 1, Part 2, English, মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 10 Bengali Part 1, মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস টেন.

Model Activity Task Class 10 Bengali PDF

প্রিয় বাচ্চারা, আমরা নীচে 10 তম শ্রেণির জন্য জানুয়ারী 2022-এর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্ন এবং সমাধান প্রদান করেছি। 2022 সালে আপনার পরবর্তী ক্লাস 10-এর জন্য, এই নমুনা অ্যাক্টিভিটি কাজটি করুন।

2022 এর জন্য প্রথম অ্যাকশন টাস্ক হল এটি। বাংলা ক্লাস 10 জানুয়ারী 2022 নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কে মোট 20টি প্রশ্ন রয়েছে, যা আপনাকে অবশ্যই সম্পূর্ণ করতে হবে এবং স্কুলে যেতে হবে। আপনার সুবিধার জন্য, আমরা এখানে সমস্ত প্রশ্ন এবং উত্তর সংগ্রহ করেছি। ফলস্বরূপ, পরবর্তী প্রশ্নগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পড়ুন এবং উত্তর দিন।

ক্লাস 10 বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট-2 ফেব্রুয়ারি 2022: ক্লাস 10 | 10ম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট-2 ফেব্রুয়ারি 2022 এখানে দেওয়া হয়েছে। এই মডেল টাস্ক অ্যাক্টিভিটি প্রশ্ন ও উত্তর, বাংলা পশ্চিমবঙ্গে WBBSE ক্লাস 10-এর জন্য নোটগুলি 2022 সালের ফেব্রুয়ারিতে ক্লাসের জন্য MCQ, খুব সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর (MCQ, খুব সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর) প্রকাশ করা শুরু করবে।

10 বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট-2। পশ্চিমবঙ্গ ক্লাস টেনের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দশম বছরে রয়েছে। আপনি যদি ক্লাস 10 বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট-2 ফেব্রুয়ারী 2022 – ক্লাস 10 বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট-2 ফেব্রুয়ারি 2022 প্রশ্নোত্তর খুঁজছেন তাহলে নিচে দেওয়া প্রশ্ন ও উত্তরগুলি পড়তে পারেন।

ক্লাস 10 বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, এবং বড় আগ্রহের প্রশ্ন এবং উত্তর এখানে পশ্চিমবঙ্গ ক্লাস 10 বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট-2 ফেব্রুয়ারি 2022-এর বিনামূল্যে পিডিএফ ডাউনলোড সহ দেওয়া হয়েছে।

এখানে, ক্লাস 10 এর ছাত্ররা 10 তম ইংলিশ মডেল অ্যাক্টিভিটির টাস্ক 2 এর সমস্ত প্রশ্ন এবং সমাধানগুলি আবিষ্কার করবে। আপনাকে ফেব্রুয়ারী 2022 এর জন্য একটি একেবারে নতুন মডেল অ্যাক্টিভিটি জব হস্তান্তর করা হয়েছে। ফেব্রুয়ারী 10 তম ক্লাসের সমস্ত ইংরেজি প্রশ্নের সমাধান নীচে দেওয়া হয়েছে।

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :   ১x৩=৩ 

১.১ তপনের মেসােমশাই যে পত্রিকার সম্পাদককে চিনতেন —

(ক) শুকতারা

(খ) সন্ধ্যাতারা 

(গ) বালক

(ঘ) জ্ঞানান্বেষণ 

উত্তর : (খ) সন্ধ্যাতারা 

১.২ তপনের লেখা প্রথম গল্পটির নাম —

(ক) রাজা-রানির গল্প

(খ) অ্যাকসিডেন্ট 

(গ) প্রথম দিন

(ঘ) বিদ্যালয় জীবনের অভিজ্ঞতা 

উত্তর : (গ) প্রথম দিন

১.৩ তপনের লেখা গল্প তার মেসােমশাইয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন তপনের —

(ক) মা

(খ) বাবা 

(গ) মেজোকাকু

(ঘ) ছােটোমাসি 

উত্তর : (ঘ) ছােটোমাসি 

২. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :   ১x৩=৩ 

২.১ .. এমন সময় ঘটল সেই ঘটনা। – উদ্ধৃতাংশে কোন্ ঘটনার কথা বলা হয়েছে? 

উত্তর : আশাপূর্ণা দেবীর ‘জ্ঞানচক্ষু’ গল্পের উদ্ধৃতাংশে ‘সন্ধ্যাতারা’ পত্রিকা নিয়ে ছােটোমাসি ও মেসােমশাইয়ের তপনদের বাড়িতে আসার কথা বলা হয়েছে ।

২.২ ‘ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। – কোন্ কথাটা ছড়িয়ে পড়ে?

উত্তর : আশাপূর্ণা দেবীর লেখা ‘জ্ঞানচক্ষু’ গল্পে ছােটোমেসাে ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় তপনের লেখা “প্রথম দিন” গল্পটি প্রকাশ করিয়ে দেওয়ার পূর্বে একটু আধটু সংশােধন করে দিয়েছেন। এই কথাটা ছড়িয়ে পড়ে।

২.৩ ‘বুকের রক্ত ছলকে ওঠে তপনের। – কখন তপনের এমন পরিস্থিতি হয়েছিল? 

উত্তর : আশাপূর্ণা দেবীর লেখা ‘জ্ঞানচক্ষু’ গল্পে ছােটোমেসাের হাতে ‘সন্ধ্যাতারা’ পত্রিকা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে।

৩. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর লেখাে :    ৩x৩=৯ 

৩.১ ‘পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?’ – কোন্ ঘটনাকে কেন অলৌকিক বলা হয়েছে?    ১+২ 

উত্তর : আশাপূর্ণা দেবীর লেখা ‘জ্ঞানচক্ষু’ গল্পে তপনের লেখা প্রথম দিন’ গল্পটি ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় ছেপে বের হওয়ার ঘটনাকে অলৌকিক বলা হয়েছে।

তপনের লেখা গল্প ছাপা হয়ে প্রকাশিত হবে এটা ছিল তার কল্পনার অতীত। ফলে মেসাের হাতে ‘সন্ধ্যাতারা’ পত্রিকা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। সত্যিই তার গল্প ছাপা হয়েছে এবং সে লেখা হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে। তাই এই ঘটনাকে অলৌকিক বলা হয়েছে ।

৩.২ ‘যদি কখনাে লেখা ছাপতে দেয় তাে, তপন নিজে গিয়ে দেবে। – কখন তপন এমন সিদ্ধান্ত নিয়েছিল? কেন তার এমন সিদ্ধান্ত?     ১+২ 

উত্তর : আশাপূর্ণা দেবীর ‘জ্ঞানচক্ষু’ গল্পে ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় তপনের লেখা প্রথম দিন গল্পটি ছেপে বের হওয়ার পর সে এমন সিদ্ধান্ত নিয়েছিল।

ছােটোমেসাে ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় তপনের লেখা প্রথম দিন’ গল্পটি প্রকাশ করিয়ে দেন। তপন তার মাকে গল্পটি পড়ে শুনাতে গিয়ে দেখে সংশােধনের নামে ছােট মেসােমশাই লেখার আগাগােড়াই বদলে দিয়েছেন। ছেপে আসা গল্পে তার কৃতিত্ব এতটুকুও অবশিষ্ট নেই। লজ্জায়, অপমানে তপন ভেঙে পড়ে এবং তার মনে হয় ঐ দিনটি যেন তার জীবনের সবচেয়ে দুঃখের। তাই তার এমন সিদ্ধান্ত।

৩.৩ গল্প ছেপে আসার পর যে আহ্লাদ হওয়ার কথা, সেই আহ্লাদ তপনের না হওয়ার কারণ কী? কেন দিনটি তার কাছে সবচেয়ে দুঃখের হয়ে উঠল?    ১+২ 

উত্তর : আশাপূর্ণা দেবীর ‘জ্ঞানচক্ষু’ গল্পে ছােট মেসাে ‘সন্ধ্যাতারা, পত্রিকায় তপনের লেখা প্রথম দিন’ প্রকাশ করিয়ে দেওয়ার পূর্বে সংশােধনের নামে লেখার আগাগােড়াই বদলে দিয়েছেন। ছেপে আসা গল্পে তার কৃতিত্ব এতটুকুও নেই। তাই গল্প ছেপে আসার পর যে আহ্লাদ হওয়ার কথা, তা তপনের হয় না।

‘সন্ধ্যাতারা’ পত্রিকায় তপনের লেখা প্রথম দিন’ গল্পটি প্রকাশিত হওয়ার পর তপন তার মাকে গল্পটি পড়ে শােনাতে যায়। সে দেখে সংশােধনের নামে ছােট মেসােমশাই লেখার আগাগােড়াই বদলে দিয়েছেন। ছেপে আসা গল্পে তার কৃতিত্ব এতটুকুও অবশিষ্ট নেই। লজ্জায়, অপমানে তপন ভেঙে পড়ে এবং তার মনে হয় ঐ দিনটি যেন তার জীবনের সবচেয়ে দুঃখের।

৪. কম-বেশি ১৫০ শব্দে নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখাে : 

‘জ্ঞানচক্ষু’ গল্প অনুসরণে তপনের জ্ঞানচক্ষু কীভাবে উন্মীলিত হয়েছিল তা আলােচনা করাে।

উত্তর : আশাপূর্ণা দেবীর “জ্ঞানচক্ষু” গল্পটিতে জ্ঞানচক্ষু বলতে একজন মানুষের অন্তদৃষ্টির জাগরণকে বােঝানাে হয়েছে। গল্পটিতে তপনের দুইবার জ্ঞানচক্ষু উন্মােচনের কথা বলা হয়েছে। প্রথমবার তা আপাত ক্ষনিকের জন্য হলেও পরবর্তীকালে যে জ্ঞানচক্ষু খুলেছিল তা যথেষ্ট ব্যঞ্জনাধর্মী।
তপনের ধারণা ছিল লেখকেরা আর পাঁচটা সাধারণ মানুষের মত নয়, তারা অন্যরকম, ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু নতুন মেসােমশাইকে দেখে তার জ্ঞানচক্ষু খুলে গেল অর্থাৎ লেখক যে আমাদের মতােই সাধারণ মানুষ তা তপন উপলব্ধি করতে পারল।

পরবর্তীকালে মেসাের সুবাদে তপনের লেখা ‘প্রথমদিন’ গল্পটি ‘সন্ধ্যতারা’ পত্রিকায় ছাপা হয়। কিন্তু বাড়িতে সমবেত সকল আত্মীয়ের সামনে গল্পটি পাঠ করতে গেলে সে চমকে ওঠে। সংশােধনের নামে মেসােমশাই লেখার মৌলিকতা পুরােটাই নষ্ট করে দিয়েছেন। তপনের লেখার মৌলিকতা সেখানে খুঁজে পাওয়া ভার। নিজের লেখা পড়তে গিয়ে অন্যের লেখা পড়া ও ধন্য ধন্য শােনার মধ্যে দিয়ে যে লজ্জা, অপমান তা তার সত্যিকারের জ্ঞানের দৃষ্টিকে জাগ্রত করে। এভাবেই তপনের আত্মমর্যাদাবােধের জাগরণের মধ্য দিয়ে তপনের জ্ঞানচক্ষু উন্মীলিত হয়।

PDF Information :



  • PDF Name:   Model-Activity-Task-Class-10-Bengali
    File Size :   ERROR
    PDF View :   0 Total
    Downloads :  Free Downloads
     Details :  Free Download Model-Activity-Task-Class-10-Bengali to Personalize Your Phone.
     File Info:  This Page  PDF Free Download, View, Read Online And Download / Print This File File 
Love0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *